ধূপগুড়িঃ অনেক আশা নিয়ে উপার্জনের তাগিদে আসামের গোহাটি থেকে শিলিগুড়ির উদ্দেশ্য পারি দিয়ে ছিলো একদল যুবক। লকডাউনের জেরে তাদের সেই আশা নিরাশায় পরিণত হয়।কাজ করা তো দূরের কথা লকডাউনের জেরে বিগত এক মাসের বেশি সময় তাদের বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। শেষমেশ শিলিগুড়ি থেকে হাটা পথেই আসামের গন্তব্যের উদ্দেশ্য রওনা।তিনদিন আগে রেল লাইন ধরে হাটা শুরু করেছে এই ১৯ জন যুবক। তিনদিনে সবে ধুপগুড়ি এসে পৌঁছেছে। টাকা ফুরিয়ে এসেছে, খাবার ও নেই। পথ চলতি মানুষ কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিলেও। হাটাপথে এতোটা দূর কিভাবে বাড়ি পৌঁছবেন তারা এটাই এখন বড়ো প্রশ্ন।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|