দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। আজ সোমবার (৯ জুন ২০২৫) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারিত দরে ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪,৭৭৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট সোনা প্রতি গ্রাম ১৪,১০৩ টাকা এবং ১৮ ক্যারেট ১২,০৮৮ টাকা দরে বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির সোনার দাম রাখা হয়েছে প্রতি গ্রাম ১০,০০০ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দর কিছুটা বাড়ায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছে বাজুস সংশ্লিষ্ট একটি সূত্র। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যবৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে আমদানি খরচ বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারে। রাজধানী ঢাকার স্বর্ণ বিপণিগুলোতেও আজ সকালের শুরু থেকেই ক্রেতাদের ভিড় চোখে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদ সামনে রেখে কিছুটা চাহিদাও বেড়েছে, যা দর বাড়ার পেছনে অন্যতম একটি কারণ। বাজার বিশ্লেষকদের মতে, সামনে যদি আন্তর্জাতিক বাজারে বড় ধরনের পরিবর্তন না আসে, তাহলে আগামী কয়েকদিন এই দামই স্থির থাকতে পারে। তবে যারা সোনা কিনতে আগ্রহী, তাদের এখনই নিশ্চিতভাবে ক্রয় করার পরামর্শ দিচ্ছেন অনেক ব্যবসায়ী।




