সর্বশেষ
গোপালগঞ্জে রাজনৈতিক নাটক: সেনাবাহিনীর ট্যাংকে চড়ে পালালেন NCP নেতা হাসনাত ও নাহিদরা
ব্লাজা-বিউবিটি শাখার নতুন কমিটি অনুমোদিত: সাধারণ সম্পাদক আবু সুফিয়ান
মুরাদনগর হিন্দু মহিলা ধর্ষণ ইস্যুতে পিনাকীর মিথ্যাচার: আওয়ামী লীগকে টার্গেট করে ভিত্তিহীন অপপ্রচার
কাবা শরীফের গিলাফ পরিবর্তনের পবিত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন
ট্রাম্পের ঘোষণায় ইরানে মার্কিন বিমান হামলা, তিনটি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ
তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের, তেল আবিব নিয়েও সতর্ক বার্তা
সোনার দামে চমক, ২৪ ক্যারেট ছাড়াল ১৩,৪০০ টাকা গ্রামপ্রতি
১৪ জুন ২০২৫: টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হারে আজ সামান্য পরিবর্তন
আন্তর্জাতিক মুদ্রাবাজারে টানাপোড়েন, টাকার বিপরীতে ডলারসহ একাধিক মুদ্রার দর বাড়তি প্রবণতায়
আজকের সোনার দাম
সম্পাদকীয়: ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদুল আযহা
আজকের স্বর্ণের দাম বৃদ্ধি: ঈদের আগে বাজারে নতুন রেকর্ড
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল হয়নি: মোস্তফা সরয়ার ফারুকীর প্রতিবাদ
ইলন মাস্ক বুঝতে পারছেন—ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বড় ভুল করেছেন!

ইলন মাস্ক বুঝতে পারছেন—ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বড় ভুল করেছেন!

Online Desk

বিশ্ববিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা বর্তমানে ভয়াবহ অর্থনৈতিক সংকটে। প্রতিষ্ঠানের আয়ের হার গত বছরের তুলনায় কমে গেছে প্রায় ৭১ শতাংশ। এই মন্দার পেছনে অন্যতম বড় কারণ হিসেবে উঠে আসছে প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্কের রাজনৈতিক অবস্থান।

সম্প্রতি ইলন মাস্ক ডানপন্থী রাজনীতির প্রতি একধরনের সমর্থন প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। কিন্তু মাস্কের এই অবস্থান তার প্রতিষ্ঠান টেসলার জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠেছে। কারণ টেসলার গ্রাহকভিত্তির বড় একটি অংশ পরিবেশবান্ধব এবং প্রগতিশীল চিন্তাধারার অনুসারী, যারা এখন টেসলার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে এবং গাড়ি ক্রয় থেকে বিরত রয়েছে।

তার ওপর, ট্রাম্প প্রশাসনের নতুন বাজেটে ইভি (EV) ট্যাক্স ক্রেডিট ও ব্যাটারি উৎপাদনের জন্য প্রণোদনা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে টেসলা সরাসরি আর্থিক চাপের মুখে পড়েছে। তদুপরি, আন্তর্জাতিক বাজারে ট্রাম্প সরকারের ট্যারিফ যুদ্ধ টেসলার সরবরাহ ব্যবস্থা নষ্ট করে দিচ্ছে।

এতসব ক্ষতির মুখে পড়ে এখন ইলন মাস্ক নিজেই বুঝতে পারছেন—তিনি বড় ধরনের রাজনৈতিক ভুল করেছেন। সম্প্রতি এক্স (পূর্বের টুইটার)-এ তিনি জানিয়েছেন, “এনার্জি ট্যাক্স ক্রেডিট হঠাৎ বন্ধ করে দিলে আমেরিকার শক্তি নির্ভরতা ও গ্রিডের নির্ভরযোগ্যতা হুমকির মুখে পড়বে।”

তিনি আরও অভিযোগ করেছেন যে, সরকার শুধুমাত্র বিদ্যুৎ ও সৌরশক্তির ওপর প্রণোদনা বন্ধ করছে, কিন্তু তেল ও গ্যাস খাতের জন্য বরাদ্দ অপরিবর্তিত থাকছে। এমনকি তিনি ট্রাম্প সরকারের বাজেট বিলকে দায়ী করেছেন বাজেট ঘাটতি বাড়ানোর জন্য।

তবে এই অবস্থান ইলন মাস্কের আগের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। কারণ গত বছর তিনি নিজেই বলেছিলেন—”সব রকমের সরকারী সহায়তা তুলে দেওয়া উচিত। এতে টেসলারই উপকার হবে।”

কিন্তু এখন পরিস্থিতি পুরো উল্টো। টেসলার ভবিষ্যৎ টিকে থাকার প্রশ্নে মাস্কের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হচ্ছে। অনেকে মনে করছেন, মাস্ক হয়তো আবার ফিরে আসতে পারেন তার সেই পুরনো “সিক্রেট মাস্টার প্ল্যান”-এ, যেখানে তিনি পরিবেশ রক্ষার কথা বলেছিলেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ