মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের ভেত রের বাগরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ থেকে ২০ জনের মুখোশধারী একটি সশস্ত্র ডাকাত দল প্রথমে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এরপর তারা সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও পিক আপভ্যানসহ অন্তত ২০ থেকে ২৫টি যানবাহনে ডাকাতি চালায়।
ডাকাত দলের হামলায় অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে রয়েছেন ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া ও তাহমিদ।
আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুজ্জামান জানান, আহতদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা গুরুতর।
খবর পেয়ে রাত ১০টার পর কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই ডাকাত দল এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। আহতদের উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




