সিলেটের গোলাপগঞ্জে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে বখতিয়ারঘাট এলাকায় একটি টিলা ধসে পড়ে এক পরিবারের ওপর। ঘরের সবাই ঘুমিয়ে ছিলেন, কিন্তু মুহূর্তেই চারপাশ চাপা পড়ে যায় মাটির নিচে। বেঁচে ফেরা হয়নি কারও।
নিহত চারজনই একই পরিবারের — বাবা, মা আর তাদের দুই শিশু সন্তান। স্থানীয় লোকজন জানান, তারা খুবই সাধারণ পরিবার ছিলেন। বাবাটি দিনমজুরের কাজ করতেন, আর মা সংসার সামলাতেন। টিলার পেছ নে ছোট একটি ঘরে তারা বসবাস করতেন বহুদিন ধরে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে আসেন, কিন্তু মাটি সরানো সম্ভব ছিল না। খবর পেয়ে রাতেই গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এখনও ঘরের নিচে কেউ আটকে আছে কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খলকুর রহমান বলেন,টিলাটা অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। বৃষ্টি হলেই মাটি নরম হয়ে যায়। আমরা চেষ্টা করেছি সাবধান করতে, কিন্তু দরিদ্র মানুষগুলো যাবেই বা কোথায়।
গোলাপগঞ্জ থানার ওসি জানান, উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত তথ্য বলা যাচ্ছে না।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আশপাশের ঘরগুলোতে যারা টিলার নিচে বসবাস করেন, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।।




