তরুণদের নিয়ে স্কালোনির চমক, বাদ পড়েছেন গারনাচো ও ম্যাক অ্যালিস্টার
আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। প্রত্যাশামতোই স্কোয়াডে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। এবার ফিট হয়ে জাতীয় দলে ফিরেছেন ফুটবল বিশ্বের এই অন্যতম আইকন।
তবে মেসির ফেরার চেয়েও আলোচনায় এসেছে নতুন তরুণ মুখগুলোর অন্তর্ভুক্তি। সবচেয়ে বড় চমক ১৯ বছর বয়সী আক্রমণভাগের খেলোয়াড় ফ্রাঙ্কো মাস্তানতুওনো। চলতি মৌসুমে ১৯ ম্যাচে ৭ গোল ও ৪ অ্যাসিস্ট করা এই তরুণকে ইতোমধ্যে নজরে রেখেছে ইউরোপের বড় ক্লাবগুলো, যার মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি।
রক্ষণভাগে জায়গা পেয়েছেন মারিয়ানো ত্রোইলো ও কেভিন লোমোনাকো, আর মিডফিল্ডে দেখা যাবে এনজো বেরনাচেয়া ও নিকো পাজকে। এদের মধ্যে পাজ রিয়াল মাদ্রিদের উঠতি তারকা।
দলে নেই চোটে থাকা আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস ডমিঙ্গেজ। এছাড়া প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় স্কোয়াডের বাইরে রাখা হয়েছে আলেহান্দ্রো গারনাচোকে।
আর্জেন্টিনা ৫ জুন চিলির বিপক্ষে ও ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে।
আর্জেন্টিনা দলের পূর্ণ স্কোয়াড:
গোলরক্ষক: এমিলি য়ানো মার্তিনেজ, ওয়ালতার বেনিতেজ, হেরোনিমো রুইয়িডি
ফেন্ডার:ত্রোইলো, রোমেরো, অতামেন্দি, মলিনা, বালের্দি, বার্কো, ফইথ, তালিয়াফিকো, মেদিনা, লোমোনাকো
মিডফিল্ডার:
পারেদেস, বেরনাচেয়া, এনজো ফের্নান্দেজ, পালাসিওস, আলমাদা, পাজ, দে পল, লো সেলসো
ফরোয়ার্ড:সিমিওনে, কোরেয়া, আলভারেজ, গনজালেস, মাস্তানতুওনো, মেসি, লাওতারো




