ধর্ম নিয়ে মিথ্যা বলা উচিত হয়নি — অপুর প্রতি ক্ষোভ ঝাড়লেন জয়
এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০০৮ সালে তারা গোপনে বিয়ে করেন, আর ২০১৭ সালে অপু বিশ্বাস নিজেই এক টিভি লাইভে ছেলে জয়কে সঙ্গে নিয়ে সেই খবর সবাইকে জানান। সেই সময় থেকেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
বিয়ের খবর প্রকাশের পর অনেকেই ধরে নেন অপু বিশ্বাস হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বলেন, আসলে তিনি কখনোই ধর্ম পরিবর্তন করেননি। সবসময়ই হিন্দু ধর্মেই ছিলেন। সন্তানের ভবিষ্যৎ, সংসার আর ক্যারিয়ার ঠিক রাখতে গিয়েই সেই সময় মিথ্যা বলতে হয়েছিল তাকে।এই সাক্ষাৎকারটি নিয়েই নতুন করে বিতর্ক শুরু হয়। আর সেই সাক্ষাৎকারের সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেছেন। ফেসবুকে অপুর উদ্দেশে তিনি লেখেন -প্রিয় অপু, ধর্ম নিয়ে মিথ্যা বলা যায় না। এতে শুধু মুসলমানরাই নয়, তোমার নিজের ধর্মের মানুষও কষ্ট পেয়েছে। ক্যারিয়ার আর সংসার টিকিয়ে রাখতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয় নিয়েছিলে, এখন তা তোমাকেই প্রশ্নবিদ্ধ করেছে। নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া উচিত তোমার। ক্ষমা চাওয়াটা দুর্বলতা নয়, বরং মহত্ব।
অপু বিশ্বাস অবশ্য আগেই স্বীকার করেছেন বিয়ের পরও আমি হিন্দু ছিলাম। ক্যামেরার সামনে অনেক কিছু মিথ্যা বলতে হয়েছিল, কারণ আমি চাইতাম সংসারটা টিকে থাক। শাকিব তখন আমার স্বামী ছিল, তাই ওকে সমর্থন করাটাও আমার দায়িত্ব ছিল। কিন্তু এখন যেহেতু সম্পর্ক নেই, সত্য বলাটা দরকার মনে হয়েছে।
তিনি আরও বলেন আমার যদি কিছু হয়ে যায়, তখন সবাই দ্বিধায় পড়ে যাবে—আমাকে দাফন করবে, না দাহ করবে? তাই সময় থাকতে সত্যি বলাটাই সঠিক।
সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ভুল করেন। কিন্তু সেই ভুল স্বীকার করার মধ্যেই মানুষ হিসেবে সত্যিকারের বড়ত্ব প্রকাশ পায় — এমনটাই মনে করছেন অনেকেই।





