ঝিনাইদহ শহরে আড্ডার মধ্যেই তর্ক-বিতর্কের এক পর্যায়ে ছুরিকাঘাতে প্রাণ গেল জীবন হোসেন (২৪) নামে এক যুবকের। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ব্যাপারী পাড়ায় প্রকাশ্যে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত জীবন হোসেন শহরের মোল্লাপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ব্যাপারী পাড়ার একটি গলিতে চার বন্ধু একত্রে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাদের একজন ফোন করে জীবনকে সেখানে ডেকে আনে। এর কিছুক্ষণ পরই পূর্ব বিরোধ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে একটি দোকানের সামনে নিয়ে গিয়ে তিনজন বন্ধু মিলে জীবনকে পিছমোড়া করে ধরে রাখে এবং আরেকজন ধারালো ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে।
স্থানীয়রা জীবনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল জানান, “ছেলেটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরে একাধিক ছুরির আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ এবং অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার মৃত্যু হয়েছে।”
প্রত্যক্ষদর্শী শিল্পি নামে একজন বলেন, “কিছু ছেলে বসে কথা বলছিল। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির মতো পরিস্থিতি হয়। জীবন ফোন দিয়ে একজনকে বাঁচানোর অনুরোধ করছিল। তারপরেই কয়েকজন মিলে ওকে ছুরিকাঘাত করে।”
নিহতের বড় ভাই রাসেল বলেন, “জীবন মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে ব্যাপারী পাড়ায় সময় কাটাত। হয়তো পুরনো কোনো শত্রুতার কারণেই ওকে খুন করা হয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “বন্ধুদের মধ্যে কথাকাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ তদন্তের পাশাপাশি ঘাতকদের ধরতে অভিযান চালাচ্ছে।