মেহেরপুরের গাংনী উপজেলায় গলায় দুধ আটকে জুনায়েদ হোসেন (৬ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জুনায়েদ উপজেলার সাহারবাটী গ্রামের উজ্জ্বল হোসেন ওরফে রনি হোসেনের ছেলে।
শুক্রবার (৩০মে) সন্ধ্যার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটিকে তার মা দুধ পান করাচ্ছিলেন। একপর্যায়ে দুধ শিশুটির শ্বাসনালিতে ঢুকে যায় এবং সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




