সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের ভবনের ছাদের আগাছা পরিষ্কারে ২৪ হাজার টাকা খরচ দেখানো হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলছেন, হয়তো বিলের মধ্যে ভুল হয়েছে।
স্থানীয়রা জানান, ছাদের আগাছা পরিষ্কারে দুই-তিনজন শ্রমিক লাগলে খরচ মাত্র ১ থেকে দেড় হাজার টাকা হওয়া উচিত ছিল। উপজেলা পরিষদের মাসিক সভায় এই খরচ নিয়ে আলোচনা হয়েছে। অফিস সহকারী জানান, শুধু ছাদ নয়, আশপাশের জায়গার আগাছাও পরিষ্কার করা হয়েছে।
উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানালেন, ডিসেম্বরের খরচ সম্পর্কে তার জানা নেই। আর হিসাবরক্ষণ কর্মকর্তা বললেন, যেটা বিল আসে, সেটাই তারা মেনে নেন।
ইউএনও আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, জুন থেকে আগাছা পরিষ্কার কাজ চলছিল, ডিসেম্বরে বিল হয়েছে। বিল তৈরিতে হয়তো ভুল হয়েছে।





