ধূপগুড়িঃ মঙ্গলবার ধূপগুড়ির ব্লকের খলাইগ্রাম এলাকার দুটিপ্লাইউড কারখানা এবং একটি কাঠের মিলে একসাথে লকআউট নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় ফ্যাক্টারিমালিকদের তরফ থেকে। এরফলে প্রায় সাতশো জন শ্রমিক কর্মহীন হয়ে পড়ল বলেই দাবী শ্রমিকদের।কারখানার পরিচালকদের তরফে এই লকআউটের জন্য রাজ্যের শাসকদলের শ্রমিক সংগঠনের একাংশকেদায়ী করা হয়েছে। উল্লেখ্য লকডাউন চলাকালীন গত কয়েকদিন শ্রমিকদের কাজ এবং নতুন ইউনিয়ানকরা নিয়ে সমস্যা চলছিল এই তিন কারখানায়। শ্রমিকদের পালটা অভিযোগ কারখানা মালিক তারইচ্ছে মতো শ্রমিকদের দিয়ে কাজ করাতে চাইছে যার ফলে বহু গরীব শ্রমিকের কাজ হারানোর আশঙ্কাতৈরি হয়েছে। এই জন্যেই তারা আন্দোলনে গেছিলেন। মালিকদের তরফ থেকে সেই আন্দোলন ভাঙারজন্যেই আই লক আউট বলে অভিযোগ শ্রমিকদের।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|