ময়নাগুড়িঃ মঙ্গলবার ময়নাগুড়িব্লকের সাপ্টিবাড়ি ২ নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈরাগীপাড়াপ্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইনসেন্টারে থাকাপরিযায়ীশ্রমিকদের শুকনো খাবার ও পানীয় জল দেওয়াহয়। উপস্থিতছিলেন সাপ্টিবাড়ি২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান নীলিমাঅধিকারী এবং যুব তৃণমূল নেতারা।পঞ্চায়েত প্রধান বলেন, বাইরে থেকে আসা স্থানীয় এবং পার্শ্ববর্তীএলাকার শ্রমিকরা এখানে রয়েছে। আমরাতাদের খাবার দিচ্ছি। অঞ্চল যুবতৃণমূল সভাপতি বাপ্পি আলম বলেন,কেরালাও সিকিম থেকে ফেরা শ্রমিকদেরজন্য আমাদের এই প্রচেষ্টা লাগাতার চলবে।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|