গয়েরকাটাঃ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতিও বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে বুধবার গয়েরকাটায় ৭৫ জন দুঃস্থ্য গর্ভবতী মহিলার হাতেভিটামিন ও আয়রনযুক্ত পুষ্টিকর খাদ্যসামগ্রীতুলে দেওয়া হল। এই অনুষ্ঠানেনিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ধূপগুড়ি পশ্চিমবঙ্গ পশ্চিম মন্ডলের সম্পাদক শংকরদাস, কোষাধ্যক্ষ ভবতোষ সরকার, ছাড়াওউপস্থিত ছিলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ধূপগুড়ি পশ্চিম মন্ডলের সম্পাদক সঞ্চালীগাঙ্গুলী, নেতাঅশোক সেনগুপ্ত প্রমুখ। প্রাপক নূরজাহান বেগম, সনেকা রায়, সাবিনা খাতুনরা বলেন, এই সময় কাজের অভাবের জন্য খাবার জুটছে না। তাই এই সময় দুই শিক্ষক সংগঠন যেভাবে এগিয়ে এসে আমাদের পাশে দাঁড়ালেন তাতে আমরা উপকৃত হলাম।ওনাদের ধন্যবাদ জানাই। যৌথ শিক্ষক সংগঠনের পক্ষে শঙ্কর দাস ও সঞ্চালী গাঙ্গুলী জানান, অনেক হবু মা এই কঠিন সময় বিপদে পড়েছেন।তাদের পুষ্টিকর খাবারের প্রয়োজন, কিন্তু তারা পাচ্ছেন না। তাই এই গর্ভবতী মা ও প্রসূতি দের পাশে দাঁড়াতে আমাদের এই আয়োজন।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|