ধূপগুড়িঃ লকডাউন এর কারণে বন্ধরয়েছে সমস্ত মন্দির বন্ধ রয়েছে পূজা অর্চনা এমনকি বাড়িতেও ধর্মীয় অনুষ্ঠান করাপুরোপুরি বন্ধ রয়েছে সরকারি নির্দেশিকার কারণে। আর এর ফলে সমস্যায় পড়েছেনব্রাহ্মণ সমাজের পুরোহিতরা। তাই ধূপগুড়ি ব্লকের প্রায় ১৬৩ জন দুঃস্থ দরিদ্রপুরোহিতদের পাশে দাঁড়ালেন ধূপগুরি পৌরসভা ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং।নিজস্ব উদ্যোগে ধূপগুড়ি ব্লকের ১৬৩ জন ব্রাহ্মণ সম্প্রদায় পুরোহিত দের হাতেখাদ্য সামগ্রী তুলে দিলেন তিনি। লকডাউন এর কারণে পূজা-অর্চনা পুরোপুরি বন্ধ থাকারসমস্যার মধ্যে করেছিলেন ব্রাহ্মণ সমাজের পুরোহিতরা। তাই যাজনিক ব্রাহ্মণ সমিতিরতরফে রাজেশ কুমার সিং এর কাছে আবেদন জানানো হয়েছিল। আর তাদের আবেদনে সাড়া দিয়েইনিজস্ব উদ্যোগে তাদের সকলের হাতে খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, আটা সহ আরো অনেক কিছু। তুলে দিলেনরাজেশ কুমার সিং।
আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
|
সবার আগে খবর পেতে , পেইজে লাইক দিন
|