গয়েরকাটাঃ জলপাইগুড়ি বনবিভাগের গয়েরকাটার মোরাঘাট রেঞ্জ অফিসেকাঠ মাফিয়াদের থেকে উদ্ধার হওয়া কাঠ ও সাইকেল। দিন দুপুরে ধারালো অস্ত্র নিয়ে রেঞ্জঅফিসের ভেতর প্রবেশ করে চুরি করবার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো দুই চোর। সূত্রে খবর, চোরেরাদুজনেই গয়েরকাটা হিন্দু পাড়ার বাসিন্দা। এর আগেও এরা নেশাগ্রস্ত অবস্থায় দিনে-দুপুরেরেঞ্জ অফিসে ঢুকে চুরির চেষ্টা চালিয়েছিল। এদিন বনকর্মীরা ফরেস্টে টহল দিতে গেলে সেইসুযোগে এদিন দুপুর ১২ টা নাগাদ দুই জন রেঞ্জঅফিসে ঢুকে সাইকেলে চুরি করে দেওয়াল পার করতেই ভেতরে থাকা বনকর্মীদের নজরে পড়ে । কাছে গেলে ধারালো অস্ত্রবের করেন । এর পড়েই পেছন থেকে বনকর্মীরা তাদের ধরে ফেলেন। এর পড়ে তাদের বানারহাটথানার পুলিশের হাতে তুলে দেন। দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে বন কর্মীদের ধারণা।বনদফতর সূত্রে জানা যায়, তারা ফরেস্টে টহল দিতে গেলে, সেই সুযোগে দেওয়াল টপকে দুজনভিতরে ঢুকে যায়। সাইকেল চুরির চেষ্টা চালায় এবং ধরতে গেলে ধারালো অস্ত্র বের করেন।দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।