ব্রাজিল ফুটবল দলকে ষষ্ঠ বিশ্ব কাপ জেতাতে পুরনো রিয়াল মাদ্রিদের খেলার ধাঁচে দল সাজাতে চান নতুন কোচ কার্লো আনচেলত্তি। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সদ্য শেষ হওয়া মৌসুম নয়, তার পছন্দ আগের মৌসুমের রিয়াল—যেখানে গতি, টেক নিক, আর দলীয় ভারসাম্য ছিল চোখে পড়ার মতো।
আনচেলত্তি বলেন, “ব্রাজিলকে আমি রিয়ালের মতো খেলাতে চাই। তবে এ বছরের রিয়ালের মতো নয়, আগের মৌসুমে যেমন খেলেছে, সেভাবেই। খেলোয়াড়দের মাঠে স্বস্তি দিতে হবে। শুধু একটা স্টাইল চাপি য়ে দিলে সেটা দলের জন্য ভালো হয় না।
ভিনদেশি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ায় আনচেলত্তিকে নিয়ে শুরু থেকেই আলোচনা। অনেকেই জানতে চেয়েছেন—নিজ দেশ ইতালি না হয়ে কেন ব্রাজিল?
জবাবে আনচেলত্তি বলেন, ইতালি কখনোই আমাকে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য ডাকেনি। আর ব্রাজিল অনেক আগেই আগ্রহ দেখিয়েছে। এই দলের জার্সিতে পাঁচটি তারকা আছে, এখন লক্ষ্য ষষ্ঠটি। আমি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
ব্রাজিলে এসে ইতিমধ্যেই সিবিএফ (ব্রাজিল ফুটবল ফেডারেশন) ঘুরে দেখা, স্থানীয় ক্লাব পরিদর্শন, খেলোয়াড়দের সঙ্গে আলোচনা—সবকিছুতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই ইতালিয়ান কোচ। তবে সবকিছুরই মূল লক্ষ্য একটাই—দলকে বিশ্বকাপ জেতানোর মতো করে গড়া।
আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে আনচেলত্তির ব্রাজিল অধ্যায় শুরু হবে। চোখ এখন মাঠে, যেখানে রিয়ালের ছায়া খুঁজবে গোটা বিশ্ব।




