ফরিদপুরের নগরকান্দায় রাস্তায় ফেলে মারধরের শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ও সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী বৈশাখী ইসলাম বর্ষা (১৮)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার ভাবুকদিয়া এলাকায় বর্ষাকে একদল যুবক রাস্তায় ফেলে চুল ধরে টেনে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। বর্ষার পরিবারের অভিযোগ, হামলাকারীদের মধ্যে সেকেন গাজী, সোহাগ গাজীসহ আরও কয়েকজন ছিল, যারা এক সময় আওয়ামী লীগে থাকলেও এখন বিএনপির নাম ব্যবহার করে এলাকায় প্রভাব খাটাচ্ছে।
বর্ষার ছোট বোনকে উত্ত্যক্ত করার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর, বাড়ি ফেরার পথে বর্ষা এই হামলার শিকার হন। পরে তিনি ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে ঘটনার বিস্তারিত বলেন এবং প্রশাসনের সহায়তা চান।
ঘটনার পর নগরকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। তবে গ্রেপ্তারের সময় পুলিশের ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এতে কনস্টেবল-ড্রাইভার হান্নু শরীফ গুরুতর আহত হন।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা থেকেই শিক্ষার্থীরা ভাবুকদিয়া বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে করে ওই এলাকার দুই পাশে যানজট তৈরি হয় এবং পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, এই হামলা শুধু একজন নেত্রীর ওপর নয়, বরং নারীর প্রতি সহিংসতা ও ছাত্রদের কণ্ঠরোধের চেষ্টা। তারা এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
নগরকান্দা থানার ওসি স ফর আলী বলেন, ঘটনার তদন্ত চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




