সর্বশেষ
গোপালগঞ্জে রাজনৈতিক নাটক: সেনাবাহিনীর ট্যাংকে চড়ে পালালেন NCP নেতা হাসনাত ও নাহিদরা
ব্লাজা-বিউবিটি শাখার নতুন কমিটি অনুমোদিত: সাধারণ সম্পাদক আবু সুফিয়ান
মুরাদনগর হিন্দু মহিলা ধর্ষণ ইস্যুতে পিনাকীর মিথ্যাচার: আওয়ামী লীগকে টার্গেট করে ভিত্তিহীন অপপ্রচার
কাবা শরীফের গিলাফ পরিবর্তনের পবিত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন
ট্রাম্পের ঘোষণায় ইরানে মার্কিন বিমান হামলা, তিনটি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ
তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের, তেল আবিব নিয়েও সতর্ক বার্তা
সোনার দামে চমক, ২৪ ক্যারেট ছাড়াল ১৩,৪০০ টাকা গ্রামপ্রতি
১৪ জুন ২০২৫: টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হারে আজ সামান্য পরিবর্তন
আন্তর্জাতিক মুদ্রাবাজারে টানাপোড়েন, টাকার বিপরীতে ডলারসহ একাধিক মুদ্রার দর বাড়তি প্রবণতায়
আজকের সোনার দাম
সম্পাদকীয়: ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদুল আযহা
আজকের স্বর্ণের দাম বৃদ্ধি: ঈদের আগে বাজারে নতুন রেকর্ড
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল হয়নি: মোস্তফা সরয়ার ফারুকীর প্রতিবাদ
ইলন মাস্ক বুঝতে পারছেন—ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বড় ভুল করেছেন!

কানাডায় ভয়াবহ দাবানল, ম্যানিটোবায় জরুরি অবস্থা জারি

Online Desk

কানাডার মধ্য ও পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে, যার প্রভাবে ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তার স্বার্থে ওই প্রদেশের উত্তর ও পূর্বাঞ্চল থেকে প্রায় ১৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্লিন ফ্লন শহরের বাসিন্দারাও এই তালিকায় রয়েছেন।

ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনিউ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “এটি আমাদের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় মানববসতি স্থানান্তরের ঘটনা। বাস্তুচ্যুতদের উইনিপেগসহ বিভিন্ন শহরের ফুটবল মাঠ ও কমিউনিটি সেন্টারে সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।”

সরকারের সব পর্যায়ের সমন্বয়ে পরিচালিত হচ্ছে উদ্ধার কার্যক্রম। এছাড়া দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও অংশ নিয়েছেন এই প্রচেষ্টায়।

দাবানলের প্রভাব পড়েছে প্রতিবেশী আলবার্টা প্রদেশেও। প্রদেশটির কিছু অঞ্চলে সাময়িকভাবে তেল ও গ্যাস উত্তোলন বন্ধ রাখতে হয়েছে। ফস্টার ক্রিক এলাকায় অবস্থিত সিনোভাস এনার্জি তাদের কিছু কর্মীকে সরিয়ে নিয়েছে আগুনের ঝুঁকি এড়াতে।

আলবার্টার উত্তরাঞ্চলের চিপেওইয়ান লেক এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে প্রায় ২,৯০০ হেক্টর এলাকায়, যা তেলসমৃদ্ধ ফোর্ট ম্যাকমারির কাছাকাছি অবস্থিত। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে যদি বাতাসের দিক পরিবর্তন হয়। এজন্য এলাকাবাসীকে এক ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া স্বান হিলস শহরের উত্তরে আরও একটি দাবানলে পুড়ছে প্রায় ১,৬০০ হেক্টর বনভূমি। শহরের প্রায় ১,২০০ বাসিন্দাকে সোমবার রাতেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সরকারি হিসাব বলছে, দাবানল পরিস্থিতি আরও অবনতি হলে এতে পরিবেশের পাশাপাশি অর্থনীতির ওপরও বড় ধরনের প্রভাব পড়তে পারে। এখনই বিভিন্ন শিল্প-কারখানায় সতর্কতা জারি করা হয়েছে।

পরিস্থিতির আরও অবনতি হলে নতুন করে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হতে পারে বলে জানিয়েছে প্রশাসন। সবশেষ তথ্য অনুযায়ী, দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ