আগামী বছরের জুন মাসের মধ্যেই বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
জাপানের টোকিও শহরের ইম্পেরিয়াল হোটেলে সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি তারো আসোর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “বর্তমান সরকার তিনটি মূল বিষয়ে কাজ করছে— সংস্কার, বিচার এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন।” তিনি জানান, ইতোমধ্যে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো এবং ঋণ ব্যবস্থাপনায় অগ্রগতি হয়েছে।
তিনি আরও বলেন, “পূর্ববর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। তরুণরা সেই অনিয়মের বিরুদ্ধে জেগে উঠেছে এবং আমাকেই অনুরোধ করেছে দেশকে পথে ফিরিয়ে আনতে।
বৈঠকে জাপানের পক্ষ থেকে জানানো হয়, চলমান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরিত হলে জাপানই হবে বাংলাদেশের সঙ্গে এই ধরনের চুক্তি স্বাক্ষরকারী প্রথম দেশ। আশা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরে চুক্তিটি স্বাক্ষরিত হবে।
প্রধান উপদেষ্টা এ সময় জাপানের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, রোহিঙ্গারা অন্য কোথাও নয়, নিজেদের ঘরেই ফিরতে চায়—এটাই এই সংকটকে আলাদা করে তুলেছে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ- দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ।




