সর্বশেষ
গোপালগঞ্জে রাজনৈতিক নাটক: সেনাবাহিনীর ট্যাংকে চড়ে পালালেন NCP নেতা হাসনাত ও নাহিদরা
ব্লাজা-বিউবিটি শাখার নতুন কমিটি অনুমোদিত: সাধারণ সম্পাদক আবু সুফিয়ান
মুরাদনগর হিন্দু মহিলা ধর্ষণ ইস্যুতে পিনাকীর মিথ্যাচার: আওয়ামী লীগকে টার্গেট করে ভিত্তিহীন অপপ্রচার
কাবা শরীফের গিলাফ পরিবর্তনের পবিত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন
ট্রাম্পের ঘোষণায় ইরানে মার্কিন বিমান হামলা, তিনটি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ
তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের, তেল আবিব নিয়েও সতর্ক বার্তা
সোনার দামে চমক, ২৪ ক্যারেট ছাড়াল ১৩,৪০০ টাকা গ্রামপ্রতি
১৪ জুন ২০২৫: টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হারে আজ সামান্য পরিবর্তন
আন্তর্জাতিক মুদ্রাবাজারে টানাপোড়েন, টাকার বিপরীতে ডলারসহ একাধিক মুদ্রার দর বাড়তি প্রবণতায়
আজকের সোনার দাম
সম্পাদকীয়: ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদুল আযহা
আজকের স্বর্ণের দাম বৃদ্ধি: ঈদের আগে বাজারে নতুন রেকর্ড
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
বঙ্গবন্ধু ও তাজউদ্দিনের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল হয়নি: মোস্তফা সরয়ার ফারুকীর প্রতিবাদ
ইলন মাস্ক বুঝতে পারছেন—ট্রাম্পের পাশে দাঁড়িয়ে বড় ভুল করেছেন!

আন্তর্জাতিক দর কমলেও দেশের বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

Sipon Ahmed

বিশ্ব বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে, কিন্তু দেশের বাজারে উল্টো চিত্র। টানা দুই দফা বাড়িয়ে বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন প্রতি ভরিতে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। এতে সাধারণ ক্রেতাদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিশ্ববাজারে সোমবার (২৬ মে) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩,৩৩২ ডলার। ফিউচার মার্কেটেও দর কমেছে প্রায় ১ শতাংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করায় বিনিয়োগকারীরা স্বর্ণে আগ্রহ হারাচ্ছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

কিন্তু বাংলাদেশে এই দরপতনের প্রভাব পড়েনি। বরং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২১ মে এক ঘোষণায় ভরিপ্রতি ২,৮২৩ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করে। ২২ মে থেকে তা কার্যকর হয়।

 

ঢাকার নিউমার্কেট এলাকার একটি স্বর্ণালংকার দোকানের বিক্রয়কর্মী বলেন, “দাম বাড়ায় আগ্রহ কমেছে। গ্রাহক এসে দেখে চলে যাচ্ছে। বিশ্ববাজারে যখন দাম কমছে, তখন দেশের বাজারে বাড়ানোয় অনেকে প্রশ্ন করছেন।”

 

বিশ্লেষকদের মতে, দেশে ডলার সংকট, আমদানি ব্যয় এবং স্থানীয় চাহিদা বেশি থাকায় স্বর্ণের দাম বাড়ানো হচ্ছে। এক ব্যবসায়ী বলেন, “আমরা দাম বাড়ানোর পেছনে বাস্তব কারণ দিচ্ছি, কিন্তু সাধারণ মানুষ তা বুঝতে চায় না।”

এদিকে, দেশের বাজারে যদি ডলার পরিস্থিতির উন্নতি না হয় এবং আমদানির সুযোগ সহজ না হয়, তাহলে স্বর্ণের দাম আরও স্থিতিশীল হতে সময় লাগবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ