মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ একজন ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক ব্যক্তির নাম সেন্টু (৪০)।তিনি বামন্দী চেরাকী পাড়ার মৃত ছবকুল হোসেনের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে আটটার দিকে একটি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়,সেন্টু তার নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুত করেছেন। পরে রাত সাড়ে নয়টার দিকে মেহেরপুর আর্মি ক্যাম্পের মেজর ফজলে রাব্বির নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সেন্টুর বাড়ি থেকে ২৩০ পিস ইয়াবা, ১০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে আটককৃত সেন্টুকে আইনানুগ ব্যবস্থার জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে এবং মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা অব্যাহত থাকবে।




